বাংলার আকাশ থেকে নিভে গেল আরো একটি উজ্জ্বল

বাংলার আকাশ থেকে নিভে গেল আরো একটি উজ্জ্বল
নক্ষত্র!
একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি আল-মাহমুদ আর নেই। ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, রাত ১১ঃ০৫-এ ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করছেন।ইন্নালিল্
লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রাণের কবি আল মাহমুদ কে মহান রব্বুল আলামীন জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আমীন।
কবির সংক্ষিপ্ত পরিচিতিঃ
---------------------------
#মীর_আবদুস_শুকুর_আল_মাহমুদ ( জন্ম ১১ জুলাই ১৯৩৬) যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত ছিলেন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এ কবি; একাধারে ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।
জন্মঃ ১১ জুলাই ১৯৩৬, মোড়াইল গ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
মৃত্যুঃ ১৫ ফেব্রুয়ারি ২০১৯ (৮২ বছর)

উল্লেখযোগ্য রচনাবলি এবং প্রকাশিত গ্রন্থঃ
---------------------------------------------
লোক লোকান্তর
কালের কলস
সোনালি কাবিন
মায়াবী পর্দা দুলে উঠো
কাবিলের বোন (উপন্যাস)
পানকৌড়ির রক্ত (গল্পগ্রন্থ)
লোক লোকান্তর (১৯৬৩)
কালের কলস (১৯৬৬)
সোনালী কাবিন (১৯৬৬)
মায়াবী পর্দা দুলে ওঠো (১৯৭৬)
আরব্য রজনীর রাজহাঁস
বখতিয়ারের ঘোড়া
অদৃশ্যবাদীদের রান্নাবান্না
দিনযাপন
দ্বিতীয় ভাঙ্গন
একটি পাখি লেজ ঝোলা
পাখির কাছে ফুলের কাছে
আল মাহমুদের গল্প
গল্পসমগ্র
প্রেমের গল্প
যেভাবে বেড়ে উঠি
কিশোর সমগ্র
কবির আত্নবিশ্বাস
কবিতাসমগ্র
কবিতাসমগ্র-২
পানকৌড়ির রক্ত
সৌরভের কাছে পরাজিত
গন্ধ বণিক
ময়ূরীর মুখ
না কোন শূন্যতা মানি না
নদীর ভেতরের নদী
পাখির কাছে , ফুলের কাছে
প্রেম ও ভালোবাসার কবিতা
প্রেম প্রকৃতির দ্রোহ আর প্রার্থনা কবিতা
প্রেমের কবিতা সমগ্র
উপমহাদেশ
বিচূর্ণ আয়নায় কবির মুখ
উপন্যাস সমগ্র-১
উপন্যাস সমগ্র-২
উপন্যাস সমগ্র-৩
তোমার গন্ধে ফুল ফুটেছে (২০১৫)[৯]
ছায়ায় ঢাকা মায়ার পাহাড় (রূপকথা)
ত্রিশেরা
উড়াল কাব্য।
উল্লেখযোগ্য পুরস্কার এবং সম্মাননাঃ
---------------------------------------
একুশে পদক (১৯৮৭)
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৮)
জয় বাংলা পুরস্কার (১৯৭২)
হুমায়ুন কবীর স্মৃতি পুরস্কার (১৯৭২)
জীবনানন্দ স্মৃতি পুরস্কার (১৯৭২)
কাজী মোতাহার হোসেন সাহিত্য পুরস্কার (১৯৭৬)
কবি জসীম উদ্দিন পুরস্কার
ফিলিপস সাহিত্য পুরস্কার (১৯৮৬)
একুশে পদক (১৯৮৭)
নাসির উদ্দিন স্বর্ণপদক (১৯৯০)
ভানুসিংহ সম্মাননা পদক (২০০৪)
লালন পুরস্কার (২০১১)।
Joy Rahman

Comments

Post a Comment

Popular posts from this blog