প্রতিবছরের ন্যায় ১ জানুয়ারিতেই সারাদেশে বই উৎসব পালিত হবে। এদিন কেন্দ্রীয়ভাবে শিক্ষামন্ত্রী বই উৎসবের উদ্বোধন করবেন। যেহেতু আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে, স্বাভাবিকভাবে পরদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এরপরের দিন ১ জানুয়ারি বই উৎসব করা হবে। তিনি বলেন, যদি কোনো কারণে শিক্ষামন্ত্রী উপস্থিত না থাকতে পারেন তবে এর বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বই উৎসবের উদ্বোধন করবেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরের প্রথমদিনই সারাদেশে একযোগে বই উৎসব পালনের প্রস্তুতি নিয়ে উৎসব পালনের প্রস্তাব দেয় প্রধানমন্ত্রীকে। প্রস্তাবে ১ জানুয়ারি বই উৎসব এবং ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের উল্লেখ করে সারাংশ পাঠানো হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন ও ১ জানুয়ারি সারাদেশে বই উৎসব পালনের সম্মতি দেন। তথ্যসূত্রঃ ক্যারিয়ারটাইমস২৪ সকল শিক্ষার্থীকে অগ্রীম শুভেচ্ছা। Learning Point শিক্ষা পরিবার।
Popular posts from this blog
বাংলার আকাশ থেকে নিভে গেল আরো একটি উজ্জ্বল
বাংলার আকাশ থেকে নিভে গেল আরো একটি উজ্জ্বল নক্ষত্র! একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি আল-মাহমুদ আর নেই। ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, রাত ১১ঃ০৫-এ ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করছেন।ইন্নালিল্ লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রাণের কবি আল মাহমুদ কে মহান রব্বুল আলামীন জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আমীন। কবির সংক্ষিপ্ত পরিচিতিঃ --------------------------- #মীর_আবদুস_শুকুর_আল_মাহমুদ ( জন্ম ১১ জুলাই ১৯৩৬) যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত ছিলেন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এ কবি; একাধারে ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। জন্মঃ ১১ জুলাই ১৯৩৬, মোড়াইল গ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ মৃত্যুঃ ১৫ ফেব্রুয়ারি ২০১৯ (৮২ বছর) উল্লেখযোগ্য রচনাবলি এবং প্রকাশিত গ্রন্থঃ --------------------------------------------- লোক লোকান্তর কালের কলস সোনালি কাবিন মায়াবী পর্দা দুলে উঠো কাবিলের বোন (উপন্যাস) পানকৌড়ির রক্ত (গল্পগ্রন্থ) লোক লোকান্তর (১৯৬৩) কালের কলস (১৯৬৬) সোনালী কাবিন (১৯৬৬) মায়াবী পর্দা দুলে ওঠো (১৯৭৬) আরব্য রজনীর রাজহাঁস ব...
বাগেরহাটে এটা কোথায়?
ReplyDelete