প্রতিবছরের ন্যায় ১ জানুয়ারিতেই সারাদেশে বই উৎসব পালিত হবে।
এদিন কেন্দ্রীয়ভাবে শিক্ষামন্ত্রী বই উৎসবের উদ্বোধন করবেন। যেহেতু আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে, স্বাভাবিকভাবে পরদিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
এরপরের দিন ১ জানুয়ারি বই উৎসব করা হবে। তিনি বলেন, যদি কোনো কারণে শিক্ষামন্ত্রী উপস্থিত না থাকতে পারেন তবে এর বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বই উৎসবের উদ্বোধন করবেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরের প্রথমদিনই সারাদেশে একযোগে বই উৎসব পালনের প্রস্তুতি নিয়ে উৎসব পালনের প্রস্তাব দেয় প্রধানমন্ত্রীকে। প্রস্তাবে ১ জানুয়ারি বই উৎসব এবং ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের উল্লেখ করে সারাংশ পাঠানো হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন ও ১ জানুয়ারি সারাদেশে বই উৎসব পালনের সম্মতি দেন।
তথ্যসূত্রঃ ক্যারিয়ারটাইমস২৪
সকল শিক্ষার্থীকে অগ্রীম শুভেচ্ছা।
Learning Point শিক্ষা পরিবার।

Comments

Popular posts from this blog