Posts

Showing posts from February, 2019

বাংলার আকাশ থেকে নিভে গেল আরো একটি উজ্জ্বল

Image
বাংলার আকাশ থেকে নিভে গেল আরো একটি উজ্জ্বল নক্ষত্র! একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি আল-মাহমুদ আর নেই। ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, রাত ১১ঃ০৫-এ ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করছেন।ইন্নালিল্ লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রাণের কবি আল মাহমুদ কে মহান রব্বুল আলামীন জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আমীন। কবির সংক্ষিপ্ত পরিচিতিঃ --------------------------- #মীর_আবদুস_শুকুর_আল_মাহমুদ ( জন্ম ১১ জুলাই ১৯৩৬) যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত ছিলেন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এ কবি; একাধারে ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। জন্মঃ ১১ জুলাই ১৯৩৬, মোড়াইল গ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ মৃত্যুঃ ১৫ ফেব্রুয়ারি ২০১৯ (৮২ বছর) উল্লেখযোগ্য রচনাবলি এবং প্রকাশিত গ্রন্থঃ --------------------------------------------- লোক লোকান্তর কালের কলস সোনালি কাবিন মায়াবী পর্দা দুলে উঠো কাবিলের বোন (উপন্যাস) পানকৌড়ির রক্ত (গল্পগ্রন্থ) লোক লোকান্তর (১৯৬৩) কালের কলস (১৯৬৬) সোনালী কাবিন (১৯৬৬) মায়াবী পর্দা দুলে ওঠো (১৯৭৬) আরব্য রজনীর রাজহাঁস ব